আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন কারিগরি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণা হবে বলে জানিয়েছেন তারা।
বুধবার (২৩ এপ্রিল) কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, “পরবর্তী নির্দেশনা ও কর্মসূচি কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে বৃহস্পতিবার নিশ্চিত করে জানানো হবে। ইতিমধ্যে অনেক বিভাগীয় প্রতিনিধি ঢাকায় উপস্থিত হয়েছেন। বাকি বিভাগীয় প্রতিনিধিদের দ্রুত ঢাকায় উপস্থিত হওয়ার আহ্বান করা হলো।”
এর আগে গত ১৬ এপ্রিল থেকে ছয় দফা দাবির চলমান আন্দোলনের প্রেক্ষিতে একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আশ্বাসে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সংবাদ সম্মেলন করে আন্দোলন সাময়িক স্থগিতে ঘোষণা দেন তারা। পরবর্তীতে আজ নতুন ঘোষণা দিলেন শিক্ষার্থীরা। কেন এমন সিদ্ধান্ত তা এখনো জানা যায়নি।
নদীবন্দর/এএস