যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশ করেছে ‘এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫’। এবারের তালিকায় বাংলাদেশের ২৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিলেও প্রথম ৩০০-তে নেই কোনো প্রতিষ্ঠান। তবে দেশের মধ্যে সবার ওপরে স্থান পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
২৩ এপ্রিল টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় উঠে এসেছে এশিয়ার ৩৫টি অঞ্চল থেকে মোট ৮৫৩টি বিশ্ববিদ্যালয়ের নাম। ১৩তম এই র্যাঙ্কিং সংস্করণে দেখা গেছে, ৩০১–৩৫০ অবস্থানের মধ্যে রয়েছে বুয়েট। এটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে।
সরকারি বিশ্ববিদ্যালয় বুয়েটের পর দেশের দ্বিতীয় সেরা অবস্থানে রয়েছে— ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU)। এটিই এবারের তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়।
এছাড়া ৩৫১–৪০০ অবস্থানের মধ্যে জায়গা করে নিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU)।
বাংলাদেশের অভ্যন্তরীণ র্যাঙ্কিং অনুযায়ী, তৃতীয় অবস্থানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, চতুর্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং পঞ্চম NSU।
র্যাঙ্কিংয়ে এবার বড় ধরনের পিছিয়ে পড়েছে দেশের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। কয়েক বছর ধরেই দেশের শীর্ষ দুইয়ে অবস্থান করলেও এবার দশম স্থানে নেমে গেছে প্রতিষ্ঠানটি।
অপরদিকে, গত বছর টাইমস র্যাঙ্কিংয়ে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করা ব্র্যাক ইউনিভার্সিটি এ বছর ১২তম স্থানে অবস্থান করছে। এটি এ বছরের অন্যতম বড় অবনতি।
টাইমস হায়ার এডুকেশনের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ই শীর্ষ ৩০০–র মধ্যে জায়গা করে নিতে পারেনি। তবে তালিকায় জায়গা পাওয়া ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক প্রতিষ্ঠানই প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে, যা দেশীয় উচ্চশিক্ষার জন্য কিছুটা ইতিবাচক দিক হিসেবেই দেখা হচ্ছে।
র্যাঙ্কিংটি তৈরি করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, জ্ঞান স্থানান্তর ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—এই চারটি মূল সূচকের ভিত্তিতে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক মান ও প্রতিযোগিতামূলক অবস্থান মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নদীবন্দর/এএস