রাজধানীর উত্তরায় সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় এক তরুণ ও তরুণী প্রাণ হারিয়েছেন। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে উত্তরার পূর্ব থানায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তরুণীটি। এছাড়া দুর্ঘটনার শিকার তরুণটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ওই তরুণকে হাসপাতালে নিয়ে আসা শুভ নামে নামের এক ব্যক্তি জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের শেষ মাথায় রেল ক্রসিংয়ে ওই তরুণ-তরুণী রেললাইন দিয়ে হাঁটছিলেন এবং সেলফি তুলছিলেন। এ সময় একটি ট্রেন ঢাকার দিকে এবং একটি ট্রেন টঙ্গীর দিকে যাচ্ছিল। ট্রেন দুটি ক্রসিং করার সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তরুণীটি। আর গুরুতর আহত অবস্থায় তরুণকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, উত্তরা থেকে আহত অবস্থায় এক তরুণকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
নদীবন্দর/জেএস