1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ২ - Nadibandar.com
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
নদীবন্দর,টাঙ্গাইল
  • আপডেট টাইম : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পঠিত

টাঙ্গাইলের মধুপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

রোববার (২৭ এপ্রিল) সকালে মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করছেন।

নিহতরা হলেন— ধনবাড়ী উপজেলার পৌর এলাকার চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে অটোরিকশার চালাক হেলাল উদ্দিন (৫৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে এক অটোরিকশা ধনবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ঘটনাস্থলে মারা যান। এ সময় গুরুতর আহত হন এক যাত্রী। এরপর তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে রাতেই হাসপাতালে তিনি মারা যান।

মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক জানান, নিহত অটোরিকশা চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, অজ্ঞাত ওই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

নদীবন্দর/এএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com