রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় মো. নাঈম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। টঙ্গী থেকে বিমানবন্দরগামী বিআরটিসির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে বেরিয়ে নাঈম উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনের সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নাঈমের সহপাঠীরা জানায়, তারা নাঈমকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করায়। সেখান থেকে বেলা সোয়া তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নাঈম উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। সে বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। তার পরীক্ষার কেন্দ্র ছিল উত্তরা রাজউক স্কুলে।
উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ জানান, বিমানবন্দরগামী ট্রাকটি ওই শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার পর সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় উইমেন্স হাসপাতালে নেয়। বেলা সোয়া ৩টার দিকে নাঈমকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি শামীম বলেন, ‘ওই শিক্ষার্থীকে ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।’
নাঈমের সহপাঠী পল্লব কুমার শীল জানিয়েছে, নাঈমের আত্মীয়দের সংবাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে স্থানীয় লোকজন আটক করেছেন। নাঈম উত্তরায় পাকুরিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত।
হাসপাতালে আসা নাঈমদের এক প্রতিবেশী জানান, নাঈমদের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। তার বাবার নাম নজরুল ইসলাম। নাঈমের বড় দুই বোন রয়েছে।
নাঈমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘নাঈমের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
নদীবন্দর/জেএস