রাজধানী ঢাকায় অবশেষে নেমেছে প্রতীক্ষিত বৃষ্টি, যা ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসীকে এনে দিয়েছে একরাশ স্বস্তি। গত ২২ এপ্রিল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হলেও ঢাকায় সরাসরি তাপপ্রবাহ না থাকলেও ভ্যাপসা গরম জনজীবনকে দুর্বিষহ করে তুলেছিল।
সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘে ছেয়ে যায় আকাশ।
দুপুর সাড়ে ১২টার পর দমকা হাওয়া শুরু হয় এবং এর পরপরই, প্রায় পৌনে ১টা থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি নামতে শুরু করে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টির কারণে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে, আজ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল মঙ্গলবারও দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
নদীবন্দর/জেএস