রাজধানীর দয়াগঞ্জ এলাকায় একটি বাসা থেকে হুমায়ুন কবির নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। স্ত্রী ও দুই সন্তান নিয়ে দয়াগঞ্জ এলাকায় থাকতেন এই পুলিশ সদস্য।
সোমবার (২৮ এপ্রিল) সকালে খবর পেয়ে যাত্রাবাড়ী থানার দক্ষিণ সায়েদাবাদের দয়াগঞ্জ হাজী চান মিয়া রোডের ৭১/সি নম্বর বাসার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান তালুকদার।
তিনি বলেন, ভোরে তার স্ত্রী নামাজের জন্য উঠলে একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় হুমায়ুন কবিরকে দেখতে পান। পরে থানায় খবর দেন। তিনি আত্মহত্যা করেছেন নাকি কেউ তাকে মেরে ফেলেছে বিষয়টি এই মুহূর্তে বলা কঠিন৷ তবে তদন্তে উঠে আসবে।
এদিকে এলাকায় গুজব ছড়িয়ে পড়েছে সেই কনস্টেবলকে তার স্ত্রী হত্যার পর ঝুলিয়ে রেখেছেন। তবে পুলিশ দাবি করেছে, এমন ঘটনা ঘটেনি। এ ঘটনায় তার স্ত্রী জড়িত কি না সেটাও তারা এখনো নিশ্চিত হতে পারেননি।
ঘটনাস্থল থেকে যাত্রাবাড়ী থানার এসআই আওলাদ হোসেন গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদনের কাজ চলছে। ঘটনাস্থলে ক্রাইম সিন এসেছে। এই মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, পারিবারিক কলহের কারণে এমন ঘটনা ঘটেছে। সেটি আত্মহত্যা নাকি হত্যা পুলিশ নিশ্চিত হতে পারেনি।