কুরবানির ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ নোটে থাকছে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নিদর্শনসহ আলোচিত জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, মে’র শেষে অথবা জুনের প্রথমদিকে নোটগুলো বাজারে আসবে।
গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক ঘটনাবলির পর থেকেই নতুন নোট নিয়ে আলোচনার শুরু হয়। তবে দীর্ঘ ৯ মাস পরেও বাজারে আসেনি নতুন নকশার নোট। ঈদুল ফিতরের সময় বঙ্গবন্ধুর ছবি থাকায় ওই নোট বাজারে ছাড়া হয়নি।
এর ফলে খোলাবাজারে ছেঁড়াফাটা নোটের সংখ্যা বেড়ে গেছে। অনেকেই গুলিস্তান ও মতিঝিল এলাকায় বাড়তি মূল্যে পুরোনো নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
ব্যাংকগুলোতেও ছেঁড়াফাটা নোট পরিবর্তনে নানা বিধিনিষেধ থাকায় গ্রাহকদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। যদিও ব্যাংকের ভল্টে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট মজুদ রয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার কারণে তা দেয়া যাচ্ছে না।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সাধারণত নতুন নোট ছাপাতে এক থেকে দেড় বছর সময় লাগে। তবে এবারের ঈদে গ্রাহকদের চাহিদা বিবেচনায় কিছু নতুন নোট বাজারে ছাড়া হবে।
তিনি আরও জানান, ৯ ধরনের নতুন নোট ছাপানো হয়েছে, তবে সবগুলো এখনই বাজারে আসবে না।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ১৫০ কোটি পিস নতুন টাকার চাহিদা থাকলেও দেশের টাঁকশালে ছাপা সম্ভব হয় মাত্র ১২০ কোটি পিস।
নদীবন্দর/জেএস