কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া চার জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। শুক্রবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের হ্নীলা নাফ নদীর জাদিমুড়া সীমান্ত দিয়ে তারা ক্যাম্পে আসেন।
এর আগে, বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফ দমদমিয়া নাফ নদী থেকে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
ফেরত আসা জেলেরা হলেন—আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
তিনি বলেন, নাফনদী থেকে ধরে নিয়ে যাওয়া চার জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। জেলেরা তাদের বাড়ি চলে গেছে। আমরা তাদের বাংলাদেশের জলসীমা অতিক্রম না করার জন্য সচেতন করেছি।
জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্প মাঝি মোহাম্মদ নুর বলেন, ধরে নিয়ে যাওয়া চার জেলে ফেরত এসেছে। তারা সুস্থ আছেন।
নদীবন্দর/জেএস