পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার (৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এই ছুটির সময় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।
তবে সরকারি কাজের সুবিধার্থে ঈদের আগের দুইটি শনিবার, অর্থাৎ ১৭ মে ও ২৪ মে অফিস খোলা থাকবে। এই দিনগুলোতে একইভাবে সব সরকারি ও বেসরকারি দফতর খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতায় পড়বে না। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক ও বন্দর সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে। এসব খাতে কর্মরত ব্যক্তিরা ছুটির বাইরে থাকবেন।
হাসপাতাল ও চিকিৎসা সেবা–সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোও এই ছুটির আওতায় পড়বে না। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সামগ্রী বহনকারী যানবাহন এই ছুটির আওতায় থাকবে না।
বিজ্ঞাপন
এছাড়া, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আলাদাভাবে নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।
নদীবন্দর/এএস