পুলিশের একাধিক বড় পদে রদবদল হয়েছে। একই দিনে পুলিশ টেলিকম, ডিআইডি, শিল্পাঞ্চল পুলিশে অতিরিক্ত আইজি পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও সারদায় নতুন অতিরিক্ত আইজি, ঢাকা রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমে পাঠানো হয়েছে।
শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি ( চলতি দায়িত্বে) মো. ছিবগাত উল্লাহকে সিআইডির অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হয়েছে। সিআইডিতে একই পদে থাকা গাজী জসীম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি পদে বদলি করা হয়েছে।
পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজি তওফিক মাহবুব চৌধুরীকে প্রিন্সিপাল হিসেবে সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।
পুলিশ অধিদফতরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে এসপিবিএনের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
নদীবন্দর/এএস