ইসরায়েলের তৈরি ভারতের হারোপ মডেলের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান।
পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র ও আইএসপিআরে প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বৃহস্পতিবার (৮ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। খবর দ্যা ডনের।
তিনি জানান, পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালাতে বুধবার রাতে ইসরায়েলি এসব ড্রোন পাঠায় ভারতীয় বাহিনী।
আইএসপিআরে প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী প্রেস ব্রিফিংয়ে আরো জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি এসব হারোপ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
তিনি আরো বলেন, পাকিস্তানে হামলা করতে এসে ৫টি আধুনিক যুদ্ধবিমান, অসংখ্য ড্রোন ও সেনা হারিয়ে আতঙ্কে আছে ভারত।
এর আগে বৃহস্পতিবার আরেক সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাবাহিনীর ১২টি ড্রোন ধ্বংস করার কথা জানিয়ে ছিলেন আইএসপিআরে প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
তিনি ওই সংবাদ সম্মেলনে বলেন, ৭ ও ৮ মে মধ্যে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভারতীয় ওইসব ড্রোন প্রবেশের চেষ্টা করেছিল। তবে পাকিস্তান সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে।
ড্রোনগুলো লাহোর, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি, চকওয়াল, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, করাচি, চোর, মিয়ানো এবং আটক এলাকায় প্রতিহত করা হয়েছে।
ডিজি আইএসপিআর জানান, একটি ড্রোন আংশিকভাবে লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে, এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
এই হামলায় পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন। এছাড়া সিন্ধুর মিয়ানো এলাকায় ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এই ধরনের ড্রোন হামলাকে আগ্রাসনের ধারাবাহিকতা বলে উল্লেখ করে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ‘পাকিস্তানের আকাশসীমা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।’
তিনি আরও জানান, পাকিস্তান বিমান বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং এর ফলে লাইন অব কন্ট্রোলে ভারতের পক্ষ উল্লেখযোগ্য প্রাণহানি হয়েছে।
আইএসপিআর প্রধান বলেন, ভারত যেভাবে উসকানিমূলক সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, তা শুধু দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে।
তিনি পাকিস্তানি জনগণের উদ্দেশে বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত এবং পরবর্তী পরিস্থিতির আপডেট সময়মতো জানানো হবে।
নদীবন্দর/জেএস