রাজধানীর যমুনার সামনে চলমান অবস্থান কর্মসূচিতে শুক্রবার (৯ মে) সকালে আওয়ামী লীগকে নিষিদ্ধের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, ‘আজ দুপুরের আগেই সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’
যমুনার সামনে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে ড. মাসুদ বলেন, অন্তর্বর্তী সরকার যে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে এসেছে, সেই ছাত্র-জনতাই এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছে। তিনি বলেন, ‘এই দাবি একক কারো নয়, এটি আজ দেশের সব দেশপ্রেমিক মানুষের কণ্ঠস্বর।’
আওয়ামী লীগের বিরুদ্ধে বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষ হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, ‘গণহত্যাকারী এই দলটিকে নিষিদ্ধ করতেই হবে। যারা এখনো এই দাবিকে দমন করতে চায়, তারা গণআন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’
এদিকে, যমুনার সামনে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি শুক্রবার সকালেও অব্যাহত রয়েছে। প্রথমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে কর্মসূচি শুরু হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে যোগ দেয় আরও কয়েকটি সংগঠন।
রাত ১টার দিকে মিছিল নিয়ে সেখানে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাদের সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নেতারাও। এরপর একে একে উপস্থিত হন হেফাজতে ইসলাম, এবি পার্টি এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতাকর্মীরা।
ইতিমধ্যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইনকিলাব মঞ্চ ও জুলাই ঐক্যের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। রাতভর স্লোগান ও বক্তব্যের মধ্য দিয়ে আন্দোলনকারীরা তাদের অবস্থান জানান দেন।
নেতাকর্মীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। দুপুরের পর আন্দোলন আরও বড় পরিসরে বিস্তৃত হবে বলে জানিয়েছেন আয়োজক নেতারা।
নদীবন্দর/জেএস