রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকল অন্তর্বর্তী সরকার। আজ শনিবার (১০ মে) সন্ধ্যায় এই বৈঠক হবে বলে জানা গেছে।
সরকারের একাধিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও সময় ও স্থানের বিষয়েও কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার রাতে যমুনার সামনে কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টিসহ জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থাকা সংগঠনগুলো। পরে সেখান থেকে সরে এসে শাহবাগ অবরোধ করে অবস্থান নিয়েছেন তারা। শুক্রবার বিকাল থেকে এখানে তাদের অবস্থান শুরু হয়। আজ বিকালে শাহবাগে জনসমাবেশ হওয়ার কথা রয়েছে।
যদিও এরই মধ্যে সরকারের পক্ষ থেকে শুক্রবার বিবৃতি দিয়ে বলা হয়েছে, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নিষিদ্ধের কার্যক্রম চলছে। সবাইকে ধৈর্য ধরতে বলা হয় বিবৃতিতে। তবে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
ছাত্র-জনতার অবস্থানের কারণে গতকালের মতো আজও বন্ধ রয়েছে শাহবাগে যান চলাচল। শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে সড়কে যানজটও রয়েছে।
নদীবন্দর/জেএস