গাজীপুরে শিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে নিহতের সহপাঠী ও স্থানীয়রা।
শনিবার (১০ মে) সাড়ে ১১টার দিকে পোড়াবাড়ী এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহাসড়কে অবরোধ থাকায় সৃষ্টি হয় যানজট, ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, গেল বৃহস্পতিবার রাতে রোভার পল্লী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সিয়ামকে তাকওয়া পরিবহনের মিনিবাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। এতে মাস্টারবাড়ি এলাকায় ঘটনাস্থলেই মারা যান সিয়াম। এ ঘটনায় অভিযুক্ত হেলপারসহ গাড়ির স্টাফদের গ্রেফতার এবং বিচার দাবির পাশাপাশি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন তারা।
প্রসঙ্গত, গেল শুক্রবার ‘হাফ ভাড়া’ নিয়ে বিতর্কে কলেজ শিক্ষার্থী সিয়ামকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকওয়া পরিবহনের হেলপার। এ সময় গাড়ির পেছনের চাকায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন তাকওয়া পরিবহনের বাসটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যান।
নদীবন্দর/জেএস