শাহবাগে অবস্থানরত নেতাকর্মী ও ছাত্র-জনতার উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমি চলমান কর্মসূচি প্রত্যাহারের ডাক দিলেও আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন চালিয়ে যাবেন।’
শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান তিনি।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘কোনো কিছুর কারণে চাপে পড়ে আমি যদি আন্দোলন প্রত্যাহারের ডাক দিই, তারপরও দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাই আন্দোলন চালিয়ে যাবেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করবো।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের মত পথ আলাদা হতে পারে। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের সময়ে যারা গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তাদের বিচারের দাবিতে একমত হয়েছি।’
এদিকে সকাল থেকে শাহবাগ মোড়ের চারপাশের সড়কগুলো অবরোধ থাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচলে ছাড় দেওয়া হচ্ছে।
ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবারের (৯ মে) মতো আজও (শনিবার) শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে হাসনাত আব্দুল্লাহ শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে শাহবাগ থেকে তিন দফা দাবিতে শনিবার বিকেল ৩টায় গণজমায়েতের ঘোষণা দেন। একইসঙ্গে তিনি প্রত্যেক জেলা ও উপজেলায়ও এই কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
নদীবন্দর/জেএস