চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির তারুণ্যের মহাসমাবেশে অংশ নিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খান। সেখানে গিয়ে মঞ্চে উঠে সাবেক এই অধিনায়ক বলেন, ‘আই অ্যাম ভেরি ভেরি হ্যাপি।’
শনিবার (১০ মে) বিকেলে সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তামিমের কথায়, ‘আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম। একটা অঘটন হয়েছিল, মাত্র রিকভার করছি। আপনাদের এত ভালোবাসা দেখে আই অ্যাম ভেরি ভেরি হ্যাপি। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে।’
নিজের বক্তব্যে তামিম বলেন, ‘আমি পলিটিক্যাল কেউ না। আমি একজন স্পোর্টসম্যান। তাই আমি স্পোর্টস নিয়ে কিছু কথা বলবো। এক সময় চট্টগ্রাম থেকে ৫-৬ জন করে ন্যাশনাল টিমে প্রডিউস করতো। কিন্তু লাস্ট ১০-১৫ বছর সেরকম প্লেয়ার উঠে আসেনি। অনেকেই চট্টগ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে প্রতিনিধিত্ব করতো। আশা করছি, আমরা আবারও ওই জায়গাটা ফেরত পাবো।’
তিনি বলেন, ‘জাতীয় দলে অমুকের কারণে খেলতে পারিনি, তমুকের কারণে খেলতে পারিনি, এটা স্পোর্টসম্যানের কথা হতে পারে না। স্পোর্টসম্যানের কথা হবে, হয়তো আমার ভুল ছিল, এই কারণে জাতীয় দলে যেতে পারিনি।’
এর আগে বিকেল ৩টায় থেকে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শীর্ষক এ আয়োজন শুরু হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বিএনপির তিন অঙ্গ সংগঠন– যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও সমাবেশে যোগ দেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নদীবন্দর/জেএস