আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে গণজমায়েতের জনস্রোতের একটি অংশ এখন যমুনা অভিমুখে। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেটের সামনে বসে পড়েছে তারা। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মোবাইলফোনে একটু পরপর চোখ রাখছেন সারজিস আলম। মুখে তাদের হাসি। যে হাসি দেখে উপস্থিত নেতাকর্মীদের বুঝতে বাকি নেই সিদ্ধান্ত কী আসছে। চলছে আনন্দ মিছিলের প্রস্তুতি। মিছিলটি কোথায় কোথায় যাবে সে ছকও আঁকছেন নেতারা।
শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে গণজমায়েতের মধ্যেই হঠাৎ রাত ৮টার দিকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম মিছিল নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে বসে পড়েন। অপরদিকে যমুনায় চলছে উপদেষ্টাদের জরুরি বৈঠক।
এর আগে শুক্রবার রাতে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ, দলটির কেন্দ্রীয় ও সহযোগী নেতাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার এবং জুলাই ঘোষণাপত্রের তিন দফা দাবি বাস্তবায়নে হাসনাত কর্মসূচি ঘোষণা করে।
প্রসঙ্গত, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা। শুক্রবার সকালে সেখান থেকে সমাবেশের ঘোষণা দেন হাসনাত। বিকেল সাড়ে ৪টায় তিনি সেই সমাবেশ স্থগিত করে শাহবাগ অবরোধের ডাক দেন। এরপর হাজারো মানুষ মিছিলসহ শাহবাগে এসে জড়ো হন এবং বিকেল ৪টা ৪০ মিনিটে মূল সড়কে বসে পড়েন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
নদীবন্দর/জেএস