ঢাকা রেঞ্জ এলাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি বলেছেন, এ ধরনের তৎপরতা চালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তা শক্ত হাতে দমন করবে।
রোববার (১১ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিআইজি রেজাউল এসব কথা বলেন। তার ভাষায়— ‘নিষিদ্ধ সংগঠন কিংবা কোনো অগণতান্ত্রিক শক্তির প্ররোচনায় আইনশৃঙ্খলার অবনতি ঘটলে, আমরা তা কঠোরভাবে প্রতিহত করব।’
তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও আস্থার জায়গা হিসেবে থানাগুলোকে গড়ে তুলতে পুলিশ কাজ করছে। সেই সঙ্গে পুলিশের ভেতরে কেউ যদি অপরাধে জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডিআইজি রেজাউল জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে কেউ যদি নিষিদ্ধ সংগঠনের ছায়ায় থেকে কোনো অপতৎপরতায় লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, অতীতে কিছু উচ্চাকাঙ্ক্ষী ও অপেশাদার পুলিশ সদস্যের কারণে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তবে বর্তমানে এসব বিষয়ে কঠোর নজরদারি চলছে। কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে বিভাগীয় ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও জনবান্ধব মনোভাবের কথা তুলে ধরে বলেন, জনগণের আস্থা অর্জনই এখন পুলিশের মূল লক্ষ্য।
নদীবন্দর/জেএস