সমাজের প্রতিষ্ঠিত ১২ জন মা-কে দেওয়া হলো ‘গরবিনী মা ২০২৫’। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাদেরকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
রোববার (১১ মে) রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২ জন মায়ের হাতে পুরস্কার তুলে দেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘মায়ের দুধের ঋণ কোনো সন্তানই শোধ করতে পারে না। তাই মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থাকতে হবে আজীবন। মা-ই আমাদের জীবনের প্রথম ও শেষ আশ্রয়।’
এ সময় উন্নত চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি এমন আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান শ্রম উপদেষ্টা। ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বানও জানান তিনি।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী-মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। সেখানে গরবিনী মায়েদের সম্মাননা প্রদানের আগে প্রত্যেক সন্তান তাদের অনুভূতি ব্যক্ত করেন।
নদীবন্দর/এএস