বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের সাতমাথা মোড় ও শহীদ খোকন পার্ক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী অভিযোগ করেছে, ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’-এর নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছে। ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে উদীচী ও ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজন কর্মী রয়েছেন।
উদীচীর পক্ষ থেকে জানানো হয়, হামলাকারীরা শুধু কর্মসূচির স্থানেই নয়, টেম্পল রোডে অবস্থিত তাদের জেলা কার্যালয়েও হামলা চালায়। সেখানে ব্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি অফিসের দরজা ভাঙার চেষ্টা করা হয়।
বগুড়া উদীচীর সাধারণ সম্পাদক সাহেদুর রহমান বিপ্লব বলেন, “আমরা কর্মসূচির স্থান পরিবর্তন করলেও হামলাকারীরা আমাদের অনুসরণ করে সেখানে যায় এবং পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়।”
তবে এই ঘটনায় সম্পৃক্ততা অস্বীকার করেছে এনসিপি (ন্যাশনাল কমিউনিস্ট পার্টি)। বগুড়া জেলা এনসিপির সংগঠক আহমেদ সাব্বির বলেন, “ফ্যাসিবাদবিরোধী মঞ্চের উদ্যোগে আয়োজিত সমাবেশে এনসিপির কোনো সম্পৃক্ততা নেই।” ঘটনার বিষয়ে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের কোনো নেতার মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, “ঢাকায় উদীচীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খোকন পার্কে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়েছিল। একই সময়ে সেখানে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। পরে উদীচীর কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা হলে পুলিশ বাধা দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।”
নদীবন্দর /ইপিটি