1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
এপ্রিলের পরিবর্তে জুনেই মেট্রোরেলের ট্রায়াল - Nadibandar.com
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৮৬ বার পঠিত

বিদেশে ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। ভিসা জটিলতায় কর্তৃপক্ষ যেতে না পারলেও তৃতীয় পক্ষের মাধ্যমে ইন্সপেকসন ও অনলাইন ভিজুয়্যাল ট্রায়াল শেষে শিপমেন্টের অনুমতি দিয়েছে ডিএমটিসিএল। তারা বলছে দ্বিতীয় রেলটি রওনা দেবে ২৩ এপ্রিল, পরেরটি ১৩ জুন। সেক্ষেত্রে এপ্রিলের পরিবর্তে জুনে হবে ট্রায়াল রান।

কথা ছিল জানুয়ারিতেই ইন্সপেকশন শেষে জাপান থেকে জাহাজে করে আনা হবে দেশের প্রথম মেট্রোরেলের কোচ। কিন্তু করোনার কারণে ভিসা জটিলায় সে দেশে যেতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি দল। তাই বিকল্প হিসেবে তৃতীয় পক্ষের মাধ্যমে সেরে নেয়া হয়েছে কাজ। দেশে বসেই ভিজুয়্যাল ট্রায়াল দেখে দেয়া হয়েছে ছাড়পত্র।

কর্তৃপক্ষ বলছে, সব ঠিকঠাক থাকলে চলতি মাসের বিশ ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দেবে প্রথম ট্রেন। মোংলা বন্দর হয়ে দিয়াবাড়ীর ডিপোতে নোঙ্গর করবে ২৩ এপ্রিল। দ্বিতীয় ট্রেনটি ১৫ এপ্রিল রওনা দিয়ে দিয়াবাড়ীতে পৌঁছাবে ১৬ জুন। এর পরের ট্রেনটি ওবে বন্দর থেকে রওনা দিয়ে দিয়াবাড়ীতে আসবে চলতি বছর ১৩ আগস্ট।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক এম এ ছিদ্দিক ব্যবস্থাপনা পরিচালক বলেন, তৃতীয় পক্ষের ইন্সেপেকশন হয়েছে। এরপর যে টেস্টটা হয়েছে সেটা অনলাইনে আমাদের ইঞ্জিনিয়াররার দেখেছেন। এবং আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি।

তিনি আরো জানান, এপ্রিলের পরিবর্তে ট্রায়াল রান শুরু হবে জুনে। সেক্ষেত্রে পাঁচটি স্টেশনেই এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

নির্ধারিত সময়ে কাজ শেষ করতে দিনরাত মিলিয়ে তিন শিফটে চলছে কাজ।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com