শিক্ষা জাতীয়করণের দাবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ঘেরাও করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ রোববার মাউশির সামনে এসে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
অধিদফতরের পরিচালকের সঙ্গে শিক্ষক প্রতিনিধিরা বৈঠক করেছেন বলে জানা গেছে।
শিক্ষকদের দাবি, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। সকল বৈষম্য ঘুচানোর লক্ষ্যে দ্রুত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিন। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য ঘুচিয়ে প্রজ্ঞাপন জারি করুন বলে জানান তারা।
তারা আরও জানান, দেশের শিক্ষাব্যবস্থার ৫৭ শতাংশই বেসরকারি শিক্ষক-কর্মচারিদের মাধ্যমে পরিচালিত হয়। শিক্ষা ব্যবস্থার বড় দায়িত্ব পালন করে কেনো এতো বৈষম্য?
এর আগে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়াসহ বিভিন্ন দাবিতে গত ২২ দিন ধরে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করেন গত মার্চ মাসের শুরুতে।
নদীবন্দর/এএস