রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনের ধাক্কায় কেএম মনসুর আলী নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন।
শনিবার (১৭ মে) রাত সাড়ে নয়টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন উত্তরা ৪নং সেক্টরের ১০নং রোডের পূর্ব পাশের রেললাইনে ঢাকায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর থানার ওসি জয়নাল আবেদীন।
তিনি জানান, হজ্ব ক্যাম্পে ডিউটি শেষে মনসুর আলীর মোটরসাইকেল নষ্ট হয়। পরে সেটি ঠিক করে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন। কিন্তু খেয়াল করেননি ট্রেন আসছিল। এসময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে লোকজন তাকে উদ্ধার করে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনসুর আলীর গ্রামের বাড়ি পাবনা জেলায়। তিনি স্ত্রী ও দুই মেয়ে সন্তানকে নিয়ে দক্ষিণখানের বাউনিয়ায় থাকতেন। তিনি দক্ষিণখান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।
নদীবন্দর/জেএস