শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর ধানশাইল বাগিরভিটা এলাকায় সোমেশ্বরী নদীর ওপর চাপাতলী ব্রিজের পাশে অবস্থিত একটি বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এলাকার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
শনিবার (১৭ মে) গভীর রাতে মুষলধারে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানির চাপে বাঁধটি ভেঙে পড়ে। এর ফলে শেষ রাতের দিকে হঠাৎ পানি গ্রামে ঢুকে পড়ে এবং জনজীবনে দুর্ভোগ নেমে আসে।
ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, ভারি বর্ষণের কারণে বাঁধটি ভেঙে গেছে। তবে বৃষ্টি বন্ধ হলে পানি দ্রুত নেমে যাবে বলে আশা করছি।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে যাচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাঁধ ভেঙে প্লাবিত এলাকায় স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণে কাজ করছে বলে জানা গেছে।
নদীবন্দর/জেএস