দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনের নিচে ঝাপ দিয়ে কামরুজ্জামান বিপ্লব (৩৪) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২২ মে) সকালে চিরিরবন্দর রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান বিপ্লব চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মাস্টার পাড়ার মৃত আ. নূর শাহের ছেলে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুত এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কাঞ্চন কমিউটার’ নামে একটি ট্রেন স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দেয় ওই যুবক। এতে ঘটনাস্থলে সে মারা যায় এবং তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও রেলের লোকজন মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে চিরিরবন্দরে রেলওয়ে স্টেশন মাস্টার শহীদুল ইসলাম বলেন, কাঞ্চন কমিউটার ট্রেন চিরিরবন্দর রেল স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই সে ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে। এতে শরীর দ্বিখণ্ডিত হয়ে তার মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
নদীবন্দর/জেএস