হত্যা ও বিস্ফোরক আইনের ২০ মামলার আসামি আমিনুল ইসলাম ডাবলু (৪৬) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে রাজধানীর গোলাপ শাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১০। ডাবলু বগুড়া সদরের যুবলীগ নেতা।
তিনি বগুড়া সদরের উত্তর কাটনার পাড়া গোকুল গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে।
শনিবার (২৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।
তিনি জানান, তার নামে বগুড়া সদর থানায় ২০টি মামলা হয়। সেসব মামলার পর থেকে ডাবলু পলাতক ছিলেন।
তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
নদীবন্দর/জেএস