বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর অনেক দিনের চাওয়া ছিল, টিকিট বিক্রির লভ্যাংশ যেন তাদের সঙ্গে ভাগাভাগি করে বোর্ড। অবশেষে তাদের সেই চাওয়া পূরণ হচ্ছে। বিপিএলের টিকিটের লভ্যাংশ ভাগাভাগির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি।
সর্বশেষ আসরের লভ্যাংশ দিয়েই শুরু হচ্ছে এই কার্যক্রম। তবে শর্ত হলো- খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে। বিপিএলের ১১তম আসর নিয়ে আজ গুরুত্বপূর্ণ সভায় বসেছিল বিসিবি। সেখানেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এই অর্থ সব দল নাও পেতে পারে। শুধু সেই দলগুলোকে দেয়া হবে, যারা খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক সময়মতো পরিশোধ করেছে এবং প্রমাণপত্র জমা দিয়েছে।
এই উদ্যোগের উদ্দেশ্য হলো দলগুলোকে সময়মতো খেলোয়াড়দের টাকা দেয়ার জন্য উৎসাহিত করা। এতে দলগুলোর পেশাদারিত্ব বাড়বে বলে প্রত্যাশা বিসিবির।
বিসিবি জানিয়েছে, টিকিট বিক্রির লাভ থেকে প্লে-অফে ওঠা চারটি দল পাবে ৫৫ লাখ টাকা করে। বাকি তিনটি দল পাবে ৪৫ লাখ টাকা করে। ঈদুল আজহার আগেই এই টাকা বিতরণ করা হবে।
নদীবন্দর/এএস