রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনা আহতদের মধ্যে ৫ জন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক সূত্র।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সদস্য আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বলেন, এমন একটি ঘটনা ঘটেছিল। তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে ইউনিট সেখানে ছুটে গিয়ে জানতে পারে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তারা সেখান থেকে চলে আসে।
এছাড়াও বিষয়টি নিয়ে তেজগাঁও থানা পুলিশের ওসি বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম গিয়েছিল এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছে। আমরা সেখানে বলে এসেছি কর্তৃপক্ষের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে চাইলে থানায় যেন অভিযোগ করে। তবে ওসি আহতদের নাম পরিচয় জানাতে পারেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল পৌনে নয়টার দিকে হঠাৎ করে ১৩ তলা ভবন থেকে লিফটটি নামার সময় তার ছিঁড়ে নিচে পড়ে যায়। এসময় লিফটের ভেতর কতজন ছিল তা জানা যায়নি। তবে পাঁচজনকে আহত অবস্থায় পান্থপথের বিআরবি হাসপাতালে এবং বাকী ৬ জনকে অন্য আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের নাম পরিচয় জানা যায়নি।
আরও জানা গেছে, বিডিবিএল ভবনটিতে চারটি লিফট রয়েছে। তার মধ্যে দুইটা সব সময় নষ্ট থাকে। বাকি দুটার অবস্থার রুগ্ন ছিল। এরপরও সেগুলো চালানো হচ্ছিল।
নদীবন্দর/জেএস