মাদারীপুর শহরের পুরান বাজার এলাকার কাঁচাবাজারের এক মাংসের দোকান থেকে বিলুপ্তপ্রায় একটি শকুন উদ্ধার করেছে বন বিভাগ। খাঁচার ভেতরে বন্দি থাকা অবস্থায় সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শকুনটি জীবিত উদ্ধার করা হয়।
শকুনটি বিক্রি জন্য বাজারে আনা হয়েছিল বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে বন বিভাগ শকুনটি উদ্ধার করে। বিরল প্রজাতির এই পুরুষ শকুনটির ওজন প্রায় ১২ কেজি বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শকুনটি মাদারীপুর শহরেই থাকত। প্রায়ই শহরের কবুতর ধরে খেয়ে ফেলত। পরে কবুতর বাঁচাতে এক কবুতর পালনকারী কৌশলে শকুনটিকে খাঁচায় বন্দি করে মাংস বিক্রির দোকানে শকুনটি বিক্রির উদ্দেশ্যে রাখে। পরে পুলিশ ও বন বিভাগের সদস্যদের দেখে তিনি পালিয়ে যান।
জেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা তাপস কুমার সেনগুপ্ত বলেন, শকুনটি পুরোপুরি সুস্থ আছে। ডানা মেলে উড়তেও পারবে শকুনটি। প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকের মাধ্যমে শকুনটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
নদী বন্দর / পিকে