রাজধানীর লালবাগের কামালবাগ থেকে সোয়ারীঘাট এলাকার বেড়িবাঁধের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয় এ উচ্ছেদ অভিযান। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বিআইডাব্লিউটিএ’র পোর্ট অফিসার মো. গুলজার আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে টিনের ঘর, দোকান, বহুতল ভবনও ভাঙা পড়েছে। অভিযান চলাকালে তিনি বলেন, ‘বিআইডাব্লিউটিএ’র জমিতে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আগামীকাল বৃহস্পতিবারও অভিযান চালানো হবে।’
কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে জানতে চাইলে গুলজার আলী বলেন, ‘আমরা গুণে দেখিনি। কামালবাগ এলাকা থেকে সোয়ারীঘাট পর্যন্ত আধা কিলমিটারের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আমরা দুই দিনের পরিকল্পনা নিয়ে নেমেছি। আজ যতদূর পর্যন্ত উচ্ছেদ করা যায় তা করা হবে। বাকিটা আগামীকাল শেষ করব।’
উচ্ছেদের সময় নিরাপত্তার কথা মাথায় রেখে চারপাশে পুরো এলাকা ঘিরে দেওয়া হয়েছে। তবু প্রচুর উৎসুক মানুষ ভিড় করছে। উচ্ছেদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নদী বন্দর / এমকে