রাজধানীর শাহবাগে মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোবারক হোসেনকে (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৫ জুন) সন্ধ্যায় শিশুপার্কের পাশে ফুট ওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মোবারক হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী লামিয়া আক্তার জান্নাত জানান, মোবারক শাহবাগ শিশুপার্ক এলাকায় গাঁজা ব্যবসায়ে জড়িত ছিল। স্থানীয় মাদকসেবী নবীর কাছ থেকে গাঁজা বাকিতে এনে ব্যবসা করত সে।
তিনি জানান, নবী মোবারকের কাছে গাঁজার টাকা পাবে বলে দাবি করে। পরে ওই টাকা উঠানোর জন্য রাতুল এবং রাজুসহ অজ্ঞাত আরও ৩ জনকে মোবারকের কাছে পাঠায় সে। ওই মাদকের টাকা না দেওয়ায় নবীর পাঠানো কয়েকজন যুবক মোবারককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়।
লামিয়া আক্তার বলেন, ‘আমি খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান, আমার স্বামী আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে। এই ঘটনাটি তারাই তদন্ত করবেন।
নদীবন্দর/জেএস