অনির্দিষ্টকালের জন্য এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধ করেছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। শনিবার (২১ জুন) থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
শুক্রবার (২০ জুন) গণমাধ্যমে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানিয়েছে অগ্রণী ব্যাংক। তবে ঠিক কী কারণে লেনদেনের এই মাধ্যমটি বন্ধ করা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এতে বলা হয়, অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২১ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনিবার্য কারণে ব্যাংকের এজেন্ট পয়েন্ট থেকে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে।
তবে এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকেরা অগ্রণী ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে ব্যাংকিং সেবা নিতে পারবেন। এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে ব্যাংকটি।
অগ্রণী ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, দেশের বিভিন্ন জেলায় অগ্রণী ব্যাংকের ৫৬৭টি এজেন্ট পয়েন্ট রয়েছে। যেখান থেকে গ্রাহকেরা বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা নিতে পারেন।
নদীবন্দর/জেএস