চলতি মাসের প্রথম সপ্তাহে সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির খবর। সাপ্তাহিক ছুটির সঙ্গে পবিত্র আশুরার ছুটি যুক্ত হওয়ায় তারা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, রোববার (৬ জুলাই) পালিত হবে পবিত্র আশুরা। সে দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগের দুই দিন— শুক্র (৪ জুলাই) ও শনিবার (৫ জুলাই)—সরকারি নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র থেকে রোববার পর্যন্ত মোট তিন দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
পবিত্র আশুরার ছুটি নির্ধারণে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২৯ জুন) থেকে শুরু হয়েছে হিজরি ১৪৪৭ সনের পবিত্র মহররম মাস। সে হিসাবে ১০ মহররম, অর্থাৎ পবিত্র আশুরা পড়েছে ৬ জুলাই রোববার।
জাতীয় চাঁদ দেখা কমিটির বায়তুল মোকাররমে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আশুরা উপলক্ষে প্রতি বছরই সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়ে থাকে।
এই ছুটির প্রভাবে তিন দিনই বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। বন্ধ থাকবে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারের লেনদেনও।
এ ছাড়া আশুরার দিন সংবাদপত্রের ছাপাও বন্ধ থাকে। তবে কিছু জরুরি দায়িত্বে সংবাদকর্মীরা অফিসে সীমিত আকারে কাজ করে থাকেন।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি ভোগ করেছেন। তারও আগে ঈদুল ফিতরের সময় মিলেছিল ৯ দিনের লম্বা ছুটি।
নদীবন্দর/জেএস