অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আফতাব উদ্দিন তালুকদারকে আবারও ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমন্টে প্রজেক্টের (মেট্রোরেল, লাইন-৬) প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেয়া হয়েছে।
আগামী ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্প পরিচালক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
এই নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী আফতাব উদ্দিন এই নিয়োগ পেয়েছেন বলে আদেশ উল্লেখ করা হয়েছে।
নদী বন্দর / এমকে