ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কারা কারা আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছেন তাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বুধবার (৯ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
মাহবুব উদ্দিন খোকন বলেন, সরকার ও প্রধান বিচারপতি চাইলে দায়ী বিচারকদের চিহ্নিত করা সময়ের ব্যাপার মাত্র।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কতজন বিতর্কিত, দলকানা, ফ্যাসিস্ট রেজিমের আজ্ঞাবহ বিচারককে অপসারণ করা হয়েছে-তা অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করার জন্য জোর দাবি জানাচ্ছি। দলীয় আনুগত্যের ভিত্তিতে রায় প্রদানকারী বিচারকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে যথাযথ সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি। দলীয় বিবেচনায় রিমান্ড প্রদানকারী, রাজনৈতিক নেতাদের জামিন না দিয়ে অমানবিক আচরণকারী, বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে রায় দানকারী বিচারকদের অতি দ্রুত অপসারণ করতে হবে।
এ সময় তিনি জানান, হাইকোর্টের স্থায়ী বেঞ্চ ঢাকার বাইরে প্রতিষ্ঠা করতে হলে অষ্টম সংশোধনী মামলার রিভিউ করতে হবে।
বিএনপিপন্থী আইনজীবী নেতা বলেন, বিচারক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করা উচিত। কারণ বিচারক নিয়োগ কমিটিতে আইনজীবী প্রতিনিধি রাখা হয়নি। আইনজীবী প্রতিনিধি রাখা না হলেও অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে তিনি বলেন, দেশে মব চলছে। এ অবস্থায় বারের ভোট করতে চাই না।
নদীবন্দর/জেএস