পঞ্চগড়ের বোদা উপজেলার ৬টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে সর্বমোট ৩১ লাখ টাকা জরিমান আদায় করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর হতে বিকাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুজিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন। অভিযানে এসআরবি ইটভাটায় ৫ লাখ, ডিওবি ইটভাটায় ৫ লাখ, এসএসবি ইটভাটায় ৫ লাখ, এলআরবি ইটভাটায় ৫ লাখ, পিবি ইটভাটায় ৫ লাখ ও
পাথরাজ বাজারে সামনের ইটভাটায় ৬ লাখ টাকা জরিমান আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মানায় সেই সাথে ২টি ইটভাটার আংশিক অংশ ভেঙ্গে ফেলা হয়েছে। এ সময় পরিবেশ অধিদপ্তর রংপুর এর উপ-পরিচালক মোঃ মেজবাবুল আলম সহ নীলফামারী র্যাব-১৩ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
নদী বন্দর / জিকে