পঞ্চগড়ের বোদায় দিনে দুপুরে জমি বিক্রির ১৫ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে বোদা-পঞ্চগড় মহাসড়কের কাজী ফিট মিলের সামনে মন্নাপাড়া এলাকায় ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে রাশেদা বেগম (৫৫) নামে এক নারীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
পুলিশ ও রাশেদা বেগম এর সাথে কথা বলে জানা যায়, গত বুধবার বোদা সাব রেজিস্ট্রি অফিসে ১১ বিঘা জমি বিক্রি করেন পঞ্চগড় জর্জ কোটের পিপি আমিনুর রহমানের কাছে। জমি রেজিস্ট্রি দিয়ে জমি ক্রেতার কাছ থেকে বাকী ১৫ লাখ টাকা বুঝে নিয়ে ছেলে ও তার ভাইকে নিয়ে একটি ইজিবাইকে পূর্ব শিকারপুর এলাকার বাড়ির দিকে যাচ্ছিলেন। এরে মধ্যে মন্নাপাড়া এলাকায় পৌঁছলে ৪টি মটর সাইকেলে ৮ জন এসে ইজিবাইকটির গতিরোধ করে।
এ সময় পিস্তল ও দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেন ছিনতাইকারীরা। ইজিবাইক চালক ওয়াহিদুল ইসলাম বলেন, টাকার ব্যাগ দিতে রাজি না হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ছিনতাইকারীরা। পরে রাশেদা বেগমের কাছ ব্যাগটি কেড়ে নিয়ে পঞ্চগড়ের দিকে পালিয়ে যায় ছিনতাকারীরা।
জমির ক্রেতা ও পিপি আমিনুর রহমান বলেন, বোদা রেজিস্ট্রি অফিসেই রাশেদাকে ১৫ লাখ টাকা বুঝিয়ে দেয়া হয়েছে। এর আগেও তাকে ৪০ লাখ টাকা দেওয়া হয়। পথে সেই টাকা ছিনতাই হয়েছে বলে জানতে পেরেছি। রাশেদা বেগমের স্বামী মোঃ আব্দুল কাইয়ুম বলেন, আমার স্ত্রী জমি বিক্রির ১৫ লাখ টাকা দুটি ব্যাগে নিয়ে শ্যালক ও ছেলের সঙ্গে ইজিবাইকে বাড়ি ফিরছিল। পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে টাকা নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। তারা মাস্ক ও হেলমেট পরা ছিল। তবে তরুণ বয়সী ছিল বলে স্ত্রীর কাছে জেনেছি।
এ ব্যাপারে বোদা থানার অফিসার ইর্নচাজ বলেন, ১৫ লাখ টাকার ছিনতাই এর অভিযোগ পেয়েছি। বোদা থানার পুলিশ সহ ডিবি পুলিশ ও র্যাব তদন্তে নেমেছে। ছিনতাইকারীদের খুঁজে বের করা চেষ্টা চলছে। সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে এ বিষয়টিতে। বোদা সহ জেলার সকল সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে।
নদী বন্দর / এমকে