নিরাপত্তাহীনতায় এক দিনের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার (১২ জুলাই) রাতে গণমাধ্য়মকে বিষয়টি নিশ্চিত করেছেন মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী।
এর আগে ইন্টার্ন ডক্টরস সোসাইটির পক্ষ থেকে প্রকাশিত সাধারণ বিবৃতিতে বলা হয়, আমরা মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ক্যাম্পাস ও হাসপাতালের চলমান নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে আগামীকাল (১৩ জুলাই) সকাল আটটা থেকে একদিনের কর্মবিরতিতে যাচ্ছি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।
বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।
গত বুধবার পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় সন্ত্রাসীদের হাতে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এরপর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নদীবন্দর/জেএস