1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বেনজীরের দুই দেশের ৪ ব্যাংক হিসাব ফ্রিজ, সম্পদ জব্দের আদেশ - Nadibandar.com
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১ বার পঠিত

বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন ও দুর্নীতির অভিযোগ নিয়ে বিদেশে পলাতক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক হিসাব অবরুদ্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্রে থাকা তার ৪ লাখ ৩০ হাজার ডলারের আবাসিক ও বাণিজ্যিক স্পেস জব্দের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন বলে দুদকের সংস্থার সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ তথ্য দিয়েছেন।

সাবেক আইজিপি বেনজীরের ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ চেয়ে দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের করা আবেদনে বলা হয়, তার মালিকানাধীন এবং প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন তিনি।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বেনজীরের স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন বলে মনে করছে দুদক।

আগে থেকেই বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ লোকমুখে আলোচিত ছিল। তবে ২০২৪ সালের মার্চে সংবাদপত্রে তার সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয় আদালত। দুদক কয়েক দফা তলব করলেও বেনজীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি। গত বছর সরকার পতনের পরপরই বিমানবন্দর দিয়ে তার দেশের বাইরে চলে যাওয়ার একটি ভিডিও সোশাল মিডিয়ায় আসে।

বেনজীর এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে ৭৪ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ১৫ ডিসেম্বর পৃথক চারটি মামলা করে দুদক। মামলায় বলা হয়, বেনজীর ৯ কোটি ৪৪ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২ কোটি ৬২ লাখ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন।

তার স্ত্রী জীশান মীর্জা ৩১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপন করেছেন। তাদের বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ৮ কোটি ৭৫ লাখ টাকার এবং মেজ মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীর ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে এজাহারে।

সাবেক এই পুলিশ প্রধানকে ধরতে এপ্রিলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হয়।

এরপর মে মাসে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জার নামে থাকা দুবাইয়ের দুইটি ফ্ল্যাট জব্দ এবং দুইটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়। একই মাসে তার মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট জব্দ ও দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আসে।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com