সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে এবার ভুটানকেও গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশের মেয়েরা। ৪-১ গোলে ভুটানকে হারিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে টাইগ্রেসরা।
এই ম্যাচে দেখা গেল এক অভূতপূর্ব ঘটনা। বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচের মাঝপথে ভেন্যু বদলে যায়। বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় ম্যাচের দ্বিতীয়ার্ধ স্থানান্তরিত হয় কিংস অ্যারেনার অনুশীলন মাঠে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকে ঢাকায় টানা বৃষ্টিতে কিংস অ্যারেনার মাঠ কর্দমাক্ত হয়ে পড়ে। নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও মাঠের অবস্থা দ্রুতই খারাপের দিকে যায়। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে যায়। ষষ্ঠ মিনিটে শান্তি মার্ডি গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন। তৃষ্ণা রানীর শট ভুটানের গোলরক্ষক ঠেকালেও ঠিকমতো বল ধরতে না পারায় ফিরতি শটে জালে পাঠান শান্তি।
তবে বৃষ্টির কারণে খেলার পরিবেশ আরও খারাপ হতে থাকে। কাদায় ভারসাম্য রাখতে না পেরে খেলোয়াড়রা বারবার পড়ে যাচ্ছিলেন। শট নিলেও বল থেমে যাচ্ছিল কাদা-পানিতে।
বিরতির পর দ্বিতীয়ার্ধ শুরু করা যায়নি। ম্যাচ কমিশনার আনসার আসিফ দুইবার মাঠ পরিদর্শন করেন এবং মাঠ কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে সিদ্ধান্ত হয়, খেলার বাকি অংশ কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৩ মিনিটের গোল পরিশোধ করে ভুটানের মেয়েরা। তবে লিড নিতে খুব বেশি সময় নেয়নি শান্তি মার্ডি। ৫৭ মিনিটে আবারও দলকে এগিয়ে দেন তিনি। এরপর ম্যাচের ৭৬ মিনিটে মুন্নি আক্তারের গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ৮০ মিনিটে হ্যাটট্রিক গোল করেন শান্তি মার্ডি এবং একইসঙ্গে ভুটানের মেয়েদের এক হালি গোলের স্বাদ দেন।
নদীবন্দর/ এএস