গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে দলটি।
বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টায় খুলনা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি।
হামলার পর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় এরই মধ্যে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।
এর আগে দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির একটি সমাবেশে হামলার অভিযোগ ওঠে। এনসিপির পক্ষ থেকে বলা হয়, সমাবেশ মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, চেয়ার ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় এনসিপির কয়েকজন কর্মী আহত হন বলেও দাবি করা হয়।
পরে বিকাল পৌনে ৩টার দিকে সমাবেশ শেষে ফেরার পথে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এনসিপির গাড়িবহরে আবারও হামলা চালানো হয়। এনসিপির অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায়। এতে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়।
নদীবন্দর/জেএস