শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাসের নেতৃত্বে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। এই জয়ের নায়ক ছিলেন শেখ মেহেদী হাসান এবং তানজিদ হাসান তামিম দুজনেই তুলে নেন নিজেদের ক্যারিয়ার সেরা পারফরম্যান্স।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আশালাঙ্কা। তবে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিকরা। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন শেখ মেহেদী হাসান, যা তার ক্যারিয়ার সেরা বোলিং পারফরম্যান্স। পাওয়ার প্লের মধ্যেই ফিরে যান কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল ও অধিনায়ক আশালাঙ্কা।
এক পর্যায়ে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ৪০/৩। পরে ওপেনার পাথুম নিশাঙ্কার ৩৯ বলে ৪৬ রানের ইনিংসে কিছুটা লড়াই করে তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
বাংলাদেশের পক্ষে শেখ মেহেদীর ৪ উইকেট ছাড়াও শরিফুল ইসলাম, শামীম হোসেন ও মোস্তাফিজুর রহমান একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই প্রথম বলে শূন্য রানে আউট হয়ে যান ওপেনার পারভেজ ইমন। তবে এরপর দুর্দান্ত ব্যাটিং করেন অধিনায়ক লিটন দাস ও তানজিদ হাসান তামিম। লিটন করেন ২৬ বলে ৩২ রান। এরপর তামিম ও তাওহিদ হৃদয় মিলে দলকে জয় এনে দেন।
তামিম তুলে নেন ক্যারিয়ার সেরা ইনিংস—৪৭ বলে অপরাজিত ৭৩ রান। হৃদয় অপরাজিত থাকেন ২৭ রানে। ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
নদীবন্দর/এএস