বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক কার্যনির্বাহী সদস্য ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আবদুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করায় তীব্র নিন্দা জানিয়েছে ক্র্যাব।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্’সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এইভাবে সাময়িক বরখাস্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ক্র্যাব কার্যনির্বাহী কমিটি মনে করে, আবদুল্লাহ আল মামুন অত্যন্ত পেশাদার সাংবাদিক। অপরাধ বিষয়ক সাংবাদিকতায় সব সময় পেশাদারিত্ব বজায় রেখেছেন। তাই তাকে এইভাবে সাময়িক বরখাস্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ক্র্যাব। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছে ক্র্যাব নির্বাহী কমিটি।
সম্প্রতি পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ব্যবয়াসীকে পাথর নিক্ষেপ করে ও পিটিয়ে হত্যার ঘটনায় ফলোআপ প্রতিবেদন করেন যুগান্তরের ক্রাইম প্রতিবেদক আব্দুল্লাহ আল মামুন৷ সেই প্রতিবেদনে কারা কী কারণে সোহাগকে হত্যা করা হয়েছে তা তুলে ধরেন। বিষয়টির জের ধরে একটি মহলের চাপে মামুনকে সাময়িক বরখাস্ত করে যুগান্তর কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত তাকে এর কোন ব্যাখ্যা তারা দেয়নি। যুগান্তরের বিরুদ্ধে এর আগে অনেক সাংবাদিককে বিনা কারণে চাকরিচ্যুত করার ঘটনা আছে। শুধু তাই নয়, পত্রিকাটিতে দীর্ঘ দিন কাজ করে পাওয়ানাদী না পাওয়ারও অভিযোগ কম নয়।
নদীবন্দর/জেএস