বিজিবি ২০ব্যাটালিয়ন এর টহলদল মাদক ও চোরাচালান বিরোধী সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ বিপুল পরিমানের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, আতশ বাজী, শাড়ী, মাদকদ্রব্য ও মোটর সাইকেল আটক করেছে।
বিজিবি ২০ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, ১৪ ফেব্রুয়ারি ভোরে হিলি, মংলা, বাসুদেবপুর, খাংগর হাটখোলা, ভাইগর, এলাকায় অভিযান চালিয়ে ২০,৭৩,৬৪০ (বিশ লক্ষ তেয়াত্তর হাজার ছয়শত চল্লিশ টাকা) টাকা মুল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, আতশ বাজী, শাড়ী, মাদকদ্রব্য ও মোটর সাইকেল আটক করা হয়। এবং জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মৃত নছের আলীর ছেলে মোঃ নুর মোহাম্মদকে শরীরে ফেন্সিডিল ফিটিং অবস্থায় আটক করা হয়।
আটককৃত মালামালে মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট-২,৭৯২ পিস, বিয়ার-০১ বোতল, শাড়ী- ৪৯ পিস, মোটর সাইকেল (পুরাতন)-০১টি, খাবার ও কসমেটিক আইটেম-০৫ প্রকার, ফেন্সিডিল-৬৪ বোতল, আতশ বাজী-৫৬০ প্যাকেট , ০২ প্যাকেট মদ। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটকৃকত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ২০,৭৩,৬৪০/- (বিশ লক্ষ তেয়াত্তর হাজার ছয়শত চল্লিশ টাকা)।
নদী বন্দর / এমকে