দিনব্যাপী সিদ্ধান্তহীনতার পর মধ্যরাতে পূর্বনির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘটনায় শিক্ষাসচিব ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন। এসময় নির্বিচারে ভাঙচুর করা হয় গাড়ি।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরের পর এমন ঘটনা ঘটে। পরে পুলিশি ও সেনাবাহিনীর অ্যাকশনে ছত্রভঙ্গ হয় শিক্ষার্থীরা।
এদিন সকাল থেকে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন। দুপুর গড়াতে আন্দোলনকারীরা একপর্যায়ে ঢুকে পড়েন প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে।
সকালের দিকে পরীক্ষা স্থগিতের খবর জানার আগেই অনেক শিক্ষার্থী পরীক্ষা বয়কটের ডাক দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ও শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে আন্দোলনের নামে শিক্ষার্থীরা।
দুপুরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এ সময় তারা শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা সচিবালয়ের দিকে চলে আসেন। সচিবালয়ের গেটে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন।
পরে তারা হঠাৎ করে গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে যায়।
নদীবন্দর/ইপিটি