বিমান বিধ্বস্তে প্রাণ হারানো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটে রাজশাহী নগরীর রেলগেটে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে তাকে সেখানে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর বিকেল ৫টার দিকে নগরীর সপুরা গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
জানাজা ও দাফনে তৌকিরের পরিবারের সদস্য, স্বজন, এলাকার শত শত সাধারণ জনগণ অংশ নেন। গোরস্থানের দু’পাশে এলাকার নারীরা শেষবারের মতো তাকে দেখার আকুতি নিয়ে আসেন।
তৌকিরকে কবরে নামানোর আগে ও পরে বিমানবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও ফায়ারিংসহ রাষ্ট্রীয় ও ধর্মীয় নিয়ম মেনে শেষ বিদায় দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দু’জন সদস্য ও একজন স্বজন কবরে নামেন। এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়। গুমরে গুমরে কাঁদতে থাকেন উপস্থিত জনতা। দাফন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। তৌকিরের মৃত্যুতে পুরো রাজশাহীজুড়ে শোকের ছায়া নেমে আসে।
নদীবন্দর/ইপিটি