ভোটার তালিকা থেকে সারা বছর মৃত ভোটার কর্তন করার পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার তালিকা থেকে মৃত ভোটার কর্তন কার্যক্রম কেবলমাত্র হালনাগাদের সময় করা হয়ে থাকে। কিন্তু এ কার্যক্রম সারা বছর চালু রাখা প্রয়োজন।
এ নিয়ে আলোচনার পর ওই সভায় মৃত ব্যক্তির নাম কর্তন কার্যক্রম সারা বছর চালু রাখার বিষয়ে নির্বাচন কমিশনের অনুমোদন গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।
ইতোমধ্যে ইসি সচিব আখতার আহমেদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।
এতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তির নাম কর্তন কার্যক্রম সারা বছর চালু রাখার বিষয়ে প্রস্তাব/নির্দেশনা প্রস্তুত করে নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে মাঠ কার্যালয়ে প্রেরণ করতে হবে।
চলমান হালনাগাদে প্রায় ২০ লাখের মতো মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে।
কর্মকর্তারা বলছেন, হালনাগাদের সময় মূল লক্ষ্য থাকে নতুন ভোটার অন্তর্ভুক্তির। মৃত ভোটার জমে থাকলে এ কাজে সময় বেশি প্রয়োজন হয়। তাই বছরের যেকোনো সময় মৃত ভোটার তালিকা থেকে বা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নদীবন্দর/এএস