রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিক্ষার্থী মারা গেছে। নিহত শিক্ষার্থীর নাম মাহিয়া তাসনিম (১৫)।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় শিশুটি। এ নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে।
এর আগে একই দিন দুপুর ১টা ৫২ মিনিটের দিকে শরীরের ৮৫ শতাংশ পোড়া ক্ষত নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহতাব রহমান (১৫)। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, এই বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৫১ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪২ জন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রয়েছে। মৃত ৩১ জনের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন ১৩ জন, ঢাকা সিএমএইচে মারা গেছেন ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১ জন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে মারা গেছেন ১ জন, ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে মারা গেছেন ১ জন।
এর আগে, সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই শিশু।
সূত্র: বাসস
নদীবন্দর/জেএস