হঠাৎ করেই ছারছীনার বর্তমান পীর মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৯ জুলাই) রাত আটটার দিকে ছারছীনার পীরের বনানীর খানকাতে সাক্ষাৎ করতে যান বিএনপির এই শীর্ষ নেতা।
পরে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জীবিত অবস্থায় একাধিকবার ছারছীনা দরবারে গিয়েছেন। হুজুরের সঙ্গে দেখা করেছেন। দোয়া নিয়েছেন। এখানে কোনো রাজনীতি নেই। আমিও হুজুরের সঙ্গে দেখা করতে এসেছি। দোয়া নিতে এসেছি।
নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, না না হুজুর তো রাজনীতি করেন না। সুতরাং এটার সঙ্গে রাজনীতি মেলানোর কোনো সুযোগ নেই।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সাক্ষাতকালে সালাহ উদ্দিন আহমদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভেচ্ছা ছারছীনার পীরকে পৌঁছে দিয়েছেন।
খানকাতে সালাহউদ্দিন আহমদ প্রায় ৪০ মিনিট অবস্থান করেন বলেও জানান শায়রুল কবির খান।
নদীবন্দর/জেএস